পোস্টগুলি

মে ২৫, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
৪. 8051 এর পিন ডায়াগ্রাম এবং প্রয়োজনীয় সার্কিট কানেকশন 8051 হল ৪০ পিনের একটি ডুয়াল ইন লাইন চিপ। পিনের সংখ্যা ৪০ হলেও অবশ্য কোনটা কোন পিন তা মনে রাখা কঠিন কোন কাজ নয়। কেননা এই ৪০টি পিনের মধ্যে ৩২ টি পিনই হল ইনপুট/আউটপুট পিন, ২টি পিন ৫ ভোল্ট এবং গ্রাউন্ডের জন্যে, ২ টি পিন ক্লক সিগন্যাল ইনপুটের জন্যে, ১ টি রিসেট পিন , অবশিষ্ট থাকে আর ৩ টি পিন যথা- EA(External Access), PSEN(Program Store Enable),ALE(Address Latch Enable). এই হল টোটাল ৪০ পিনের হিসাব। নিচে 8051 এর পিন ডায়াগ্রাম এবং এর প্রত্যেক পিনের কাজ সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হল। চিপের উপরে ডট সাইনের নিকটস্থ পিনকে ১ নম্বর পিন ধরা হয়। পিনগুলোর কাজের বর্ণনা নিচে দেয়া হল- পিন ১ থেকে ৮ঃ এই ৮ টি পিন পোর্ট-১ নামে পরিচিত। এই পিনগুলো বাইডিরেকশনাল ইনপুট/আউটপুট পিন। এই পিনের আর কোন এক্সট্রা ফাংশন নেই। এরা প্রত্যেকেই ইন্টারনালই পুল-আপ রেজিস্টারের সাথে কানেক্টেড থাকে। পিন ৯ঃ এটা হল রিসেট পিন। যেকোন ডিজিটাল আইসিতেই রিসেট পিন থাকে।এই পিনটি হল একটিভ হাই। অর্থাৎ ৫ ভোল্টের সাথে এই পিনটি সংযোগ করলে মাইক্রোকন্ট্রোলারের কোড আবা...