
৩. 8051 মাইক্রোকন্ট্রলারের সাথে পরিচিতি পর্ব 8051 হচ্ছে ইন্টেলের ডেভেলপ করা মাইক্রোকন্ট্রোলার। যার জন্ম আজ থেকে প্রায় ৩৭ বছর আগে ১৯৮০ সালের দিকে। এর ইন্টারনাল আর্কিটেকচার মুলত হার্ভার্ড আর্কিটেকচার এবং এটি CISC(Complex Instructions Set Computer)ইন্সট্রাকশন সেট বিশিষ্ট সিঙ্গেল চিপ ৮ বিট মাইক্রোকন্ট্রোলার , যার অর্থ হল এই মাইক্রোকন্ট্রোলারের সব অপারেশনই ৮ বিটের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ ১৬ বিটের কোন নাম্বার নিয়ে অপারেশন করতে হলে এটা প্রথমে ১৬ বিটের নাম্বারটিকে ৮ বিট আকারে ভেঙে নেয় এবং তারপর অপারেশন সম্পূর্ণ করে থাকে। ইন্টেল যখন এটা বের করে তখন এটা MCS51 ফ্যামিলি হিসেবে পরিচিত ছিল। প্রথম যখন ইন্টেল এটা বের করে তখন N-Mos টেকনোলজি ইউজ করেছিলো। কিন্তু পরের ভার্সন ডেভেলপ করার সময় তারা C-Mos টেকনোলজি ইউজ করে এরফলে পাওয়ার কঞ্জিউম অনেকাংশে কমে যায় এবং এম্বেডেড সিস্টেমে এই মাইক্রোকন্ট্রোলার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। C-Mos টেকনোলজি ইউজ করার জন্যে পরবর্তী ভার্সনে এর নামের সাথে C অক্ষরটি যুক্ত হয়। যেমন 80C51. এরপর পরবর্তীতে বিভিন্ন কোম্পানি যেমন Atmel এই মাইক্রোকন্ট্...