৭. 8051 এর বেসিক কিছু জিনিস আজকের এই পোস্টটি একটু অগোছালো টাইপের। আজকে আমরা 8051 এর আরো কিছু বেসিক জিনিস যেমন স্পেশাল কিছু রেজিস্টারের নাম, এদের কাজ, ইন্সট্রাকশন এক্সিকিউশন টাইমিং, মাইক্রোকনট্রোলারে প্রোগ্রামিং করার কৌশল, ইন্টারাপ্ট এসব বিষয়ে শিখবো। যদিও বিষয় গুলো একটা আরেকটার সাথে তেমন ভাবে রিলেটেড নয়, তবুও এই প্রত্যেকটা টার্মের সাথেই আমরা এর আগের পোস্টগুলোয় পরিচিত হয়েছি। সেসব পোস্টে তেমন ভাবে কিছু বলা হয়নি জন্যেই আজকের পোস্টে এসব খুচরা জিনিসপাতি গুলো নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব। তবে এই পোস্টটি পড়ার আগে অবশ্যই প্রোগ্রাম-মেমোরি এবং ডেটা-মেমোরি রিলেটেড পোস্টটি পড়ে আসার অনুরোধ রইল। নাহলে বোঝাটা একটু টাফ হয়ে যাবে। --------------------------------------------------------------------------------------------------------------- প্রথমেই আমরা রেজিস্টার নিয়ে একটু কথা বলি। রেজিস্টারও যে একধরনের মেমোরি এটা আমরা অনেক আগেই জানতে পেরেছি। কিন্তু এটা আসলে টেম্পোরারি টাইপের মেমোরি। রেজিস্টার ৮ বিটের অথবা ১৬ বিটের অথবা ৩২ বিটের হতে পারে। কিন্তু 8051 এর ক্ষেত্রে ৮ বিট এবং ১৬ বিটের রেজিস্টারই আছ...